এমডিএফ বোর্ডের ফার্নিচার প্রস্তর যুগে শুধু পাথর দিয়ে ফার্নিচার তৈরি করা হত। এরপর আমরা কাঠ দিয়ে ফার্নিচার বানানো শিখলাম। সময়ের পরিক্রমায় কাঠের ফার্নিচারের সাথে যুক্ত হল স্টিল, বেতের ফার্নিচার। সময় যত অতিক্রান্ত হয়েছে ফার্নিচার তত আধুনিক হয়েছে। এক সময় প্লাস্টিকের তৈরি ফার্নিচারও বাজারে চলে আসল। সমান তালে পাল্লা দিয়ে চলল কাঠের ফার্নিচার, স্টিলের ফার্নিচার, প্লাস্টিকের ফার্নিচার। এরই মাঝে এসে হাজির হল প্রসেস করা কাঠের বোর্ডের ফার্নিচার। দেখতে বেশ স্মুথ আর নিখুঁত ফিনিশিং এর কারণে .